জানার ইচ্ছা
-----------------------------
---------শিব পদ রায়
যে কোন বিষয়ে জানার ইচ্ছা প্রবল,
কি কেন কি জন্য প্রশ্ন রবেই সম্বল।
জানলে শিখবে শেখার বয়স নাই,
কৌতুহলী ব্যক্তিগন ভেবে দেখে তাই।
রবার্ট ব্রুসের পাহাড় গাত্র কাহিনী,
মাকড়সার জাল বারবার বুননী।
যতবার ভেঙেছে ততটা শ্রম দিয়ে,
কারিগরী পন্থায় নিয়েছে তা বানিয়ে।
এমনই শিক্ষা দিয়েছে দৃঢ় প্রতিজ্ঞা,
প্রাণপণে যুদ্ধ করে রাজ্য প্রাপ্তি আজ্ঞা।
পর্যবেক্ষণে অতীত বর্তমান শিক্ষা,
আনে দ্রুত সফলতা ক্রিয়াকর্মে দীক্ষা।
ধ্যানে জ্ঞানেই বিজ্ঞানী হবে নামকরা,
দেশের সম্পদ হবে আরো বিশ্বসেরা।
জানার শেষ নেই যে বেশি বেশি জানো,
পৃথিবীর বুকে মোরে ধন্য ধন্য মানো।
তাং- ১৩/০৫/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।