জননেতা নারায়ন স্যার
------------------------------
--------শিব পদ রায়
নারায়ন স্যার অতি আপন
          সকলের হৃদয়ে অবস্থান,
নৌকা প্রতীকেই বিজয়ী হন
           সবাই জানাই অভিনন্দন।

শিক্ষক পরিবারের আপনি
            নিজে সুদক্ষ শিক্ষক ছিলেন,
রাজনীতিতে আসলেন তিনি
             বারবার নির্বাচিত চেয়ারম্যান।

জনগনের খেদমত করা
              সর্বদা ছিল তার অভিলক্ষ্য,
দলমত নির্বিশেষে আমরা
               অনুসরণ করিব প্রত্যক্ষ।

নৌকা মার্কাই শেখ হাসিনার
                নির্বাচিত হলেন পাঁচবার,
একনিষ্ঠ সেবক কর্ণধর
                হৃদয় জুড়ে আছেন সবার।

সহজ সরল শ্রদ্ধাভাজন
                 নেইকো মনে কোন অহংকার,
কাজে নিষ্ঠা কর্তব্যপরায়ন
                  যোগ্য অভিভাবক আবদার।

ডুমুরিয়া ফুলতলা রূপকার
                   অসীম ধৈর্য্যেরই অধিকার,
অসংখ্য উন্নয়নে অংশীদার
                    বাকী কাজ করবেন এবার।

সবার আশির্বাদ শিরোধার্য
                   মিশিয়ে আকিঞ্চন অনিবার্য,
সম্পন্ন করবেন সবকার্য
                   তার জীবন হউক সুদীর্ঘ।
         তাং- ০৮/০১/২৪ ইং
         চুকনগর, ডুমুরিয়া, খুলনা।