জামাই ষষ্ঠী
----------------------------------
--------শিব পদ রায়
এলো এলোরে জামাই শ্বশুর বাড়িতে,
ধূমধামে ষষ্ঠী হবে শ্বাশুড়ির হাতে।
শ্বশ্রুমাতা অপেক্ষায় কখন আসবে,
জামাইকে নিজ হাতে স্বাদ খাওয়াবে।
শ্বাশুড়ি ভোরবেলা শুদ্ধ বস্ত্র পরবে,
জলভর্তি ঘটেতে আম্রপাতা রাখবে।
তালপাখা একশো আট দুর্বা বাঁধবে,
পাঁচ থেকে নয় রকম ফল কাটবে।
আশীষে হাতে হলুদ মাখা সূতা বাঁধে,
দীর্ঘায়ূ কাম্যেই কপালে ফোটা হলুদে।
জামাই তালের পাখার বাতাস পায়,
ফলমিষ্টি পঞ্চব্যাঞ্জন শ্বাশুড়ি দেয়।
মাছ মাংস মিষ্টির এলাহি আয়োজন,
বাটা দেয়ার মন্ত্র করবে নিবেদন।
বার মাসের তের ষষ্ঠীর ঘট ছড়া,
জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই ধারা।
তাং- ১৩/০৬/২৪
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।