যখনি ছেড়ে যাবো পৃথিবী
-------------------------------------
--------শিব পদ রায়
ঈশ্বর কতক্ষণ রাখবে পৃথিবীতে,
কখন যে বিদায় বাজনা বাঁশরীতে।
যতক্ষণ থাকা যায় যেন সুস্থ থাকি,
কিছুতেই কাউকে যেন না দেই ফাঁকি।
চুরাশি লক্ষ যোনি করে ভ্রমণ তবে,
দূর্লভ মানব জনম পেয়েছি ভবে।
আমার মত পাপী এসে মনুষ্যকূলে,
পারি নাই সেবা করতে হা কৃষ্ণ বলে।
দয়াল দীনবন্ধু যখনি নিবে মোরে,
ভুগে নাহি মরি কভূ এ ভব সংসারে।
যতটুকু রবো আমি তব করুনায়,
সেবার অধিকারে দাসী করো আমায়।
ছেলে সন্তান কামনা করে সেবা পেতে,
বৃদ্ধাশ্রমে জায়গা বরাদ্দ বুড়ো বয়সেতে।
নিষ্ঠুর নির্যাতন অপেক্ষা পুত্র কামনাতে,
ব্যতিক্রম আছে সিংহ ভাগ বেদনাতে।
তাং-১৯/০৩/২৫ ইং