যাদুকর
-----------------------------------
-------শিব পদ রায়
যাদুকরের যাদুখেলা দেখে
সত্যি অবাক লাগে,
যাদুর মন্ত্রেই দীক্ষিত মোরা
কৌতুহল যে জাগে।

সার্কাসের প্রতি পর্বের দৃশ্য
আশ্চর্য মনে হয়,
নিজেকে কত পারফেক্ট দাবী
কর্মেই পরিচয়।

হাতের সুদক্ষ কলাকৌশল
প্রদর্শনীতে পাই,
মানুষ তাতেই বিমোহিত
সারাজীবন গাই।

এ্যাথলেটিক্সের পারফর্মেন্স
সত্যি প্রশংসনীয়,
জীবনের মায়া ত্যাগ করেই
যাদু অভাবনীয়।

তাং- ২৯/১২/২৪ ইং