ঈশ্বর
-------------------------------
-------শিব পদ রায়
ওহে দীন দুনিয়ার মালিক সুজন,
তুমি মোদের কত জনমের আপন।
সুখের পরশ পেলে তব ভুলে যাই,
দু:খ এলে পরে আঁকড়ে ধরতে চাই।
মোর মত অধম কি আছে এ জগতে,
তোমায় কেন পারি নাই আমি চিনিতে।
আমার যা ভান্ডারে সবইতো তোমার,
কিসের এত গরব এত অহংকার।
নিত্যকর্মে যা করছি সব তুমি দেখো,
ভালমন্দ সকলি হৃদয় মাঝে আঁকো।
ভুল যত করেছি অপরাধ ক্ষমিও,
কৃষ্ণ নাম করতে পারি সে শক্তি দিও।
এ নামে পাপ খণ্ডায় ওগো দীনবন্ধু ,
চরনামৃত কামনা পাই যেন একবিন্দু।
রেখো দাসের দাস করে ঐ হৃদিমাঝে,
শেষের দিনে অধম যেন পাই খুঁজে।
তাং- ০৫/০৫/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।