ইন্টারনেট
------------
---শিব পদ রায়
ইন্টারনেটই গুরুত্বপূর্ণ মাধ্যম,
যোগাযোগে ভাব বিনিময়ে অন্যতম।
সময়ে অফিস আদালত সর্বক্ষনে,
এটি কাজে লাগে প্রত্যহ জীবনে।
এটা তাই বিশাল নেটওয়ার্ক বলি,
চারদিকে কম্পিউটার সংযোগে চলি।
তথ্য কম্পিউটার ও মোবাইলে পাই,
উদ্ভাবন গৃহীত তথ্য প্রকাশি ভাই।
ছবি তুলে ভিডিও রেকর্ড রক্ষিত,
পেনড্রাইভ সিডি মেমোরি কার্ডে সৃষ্ট।
সামাজিক সংযোগ মাধ্যমে তথ্য দান,
ফেসবুকে নেটে হয় আদান প্রদান।
উন্নত ধরা এ প্রান্ত থেকে অন্য প্রান্তে,
নেটে বিপ্লব সাধন এখন আয়ত্বে।
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।