ইন্দিরা একাদশী
-----------------------------------
-------শিব পদ রায়
আশ্বিনে কৃষ্ণপক্ষীয়া একাদশী ইন্দিরা,
কৃষ্ণ কথা মহাপাপ নষ্ট পালো যারা।
কর্ম বিপাকে নিম্নযোনি লভে মানুষ,
উত্তম গতি পায় সেই পূর্বপুরুষ।

সামবেদীয় যজ্ঞফল হয়গো প্রাপ্তি,
ইন্দ্র সেন নামে রাজা সুখে মাহিষ্মতি।
রাজা বসেন রাজসভায় একদিন,
দেবর্ষি নারদ স্বর্গ হতে দেখা দেন।

দন্ডবৎ প্রনামে মুনিকে দেন আসন,
জিজ্ঞাসিলেন তাঁকে আগমনী কারণ।
ব্রতভঙ্গ পাপে তব পিতা যমালয়ে,
নারদ আসলেন উক্ত সংবাদ লয়ে।

পিতৃ মঙ্গল বিধানে এ ব্রত করুন,
আশ্বিনে দশমিতে প্রাত: মধ্যাহ্ন স্নান।
রাত্রিকালে ভূমিতে করবেন শয়ন,
ব্রতে নিরাহার প্রাত:কৃত্য সমাপন।

অবশেষে বিধিমত ব্রতের পালন,
সুখে থাকে নিয়ে পরিবার পরিজন,
ইন্দিরা একাদশীতে সর্বপাপমুক্ত,
সবার অবশ্য পালনীয় ব্রতে সিক্ত।

     তাং- ২৭/০৯/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া,খুলনা।