হুড়ুম
--------------------------------
-------শিব পদ রায়
মচমচে হুড়ুম খেতে মজা
খুবই চমৎকার,
খেতে থাকলে বারবার ইচ্ছে
সত্যিই মজাদার।

মুড়ি খাওয়ার আওয়াজটা
মনে কোণে দোলায়,
বিভিন্ন ঝাল ভাজি সংমিশ্রণে
বিচিত্র প্রাপ্তি হয়।

মুড়িতে আতিথেয়তা ভীষণ
মন হয় সন্তুষ্টি,
সবাই মিলে খায় আর খায়
উদরে পরিতৃপ্তি।

ঝালমুড়ি সবার প্রিয় জানি
জিহবায় আস্বাদ,
আবাল বৃদ্ধ বণিতা সকলে
ভোলে নাতো সে স্বাদ।

  তাং- ০১/১২/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।