হে প্রভূ
--------------------------------
-------শিব পদ রায়
রক্ষা মোরে করো প্রভূ করো মোরে রক্ষা,
যত গুনগান হে মহান দিও শিক্ষা ।
তব আকাশ বাতাস বিশাল জলরাশি,
মহিমা অপার প্রার্থনা করি দিবানিশি।
তোমারি তুল্য তুমি অনন্ত সীমাহীন,
তোমাকে ভাবি কেবল লীলা অমলিন।
তুমি দিয়েছ আহার ভরণ পোষণ,
নিশ্চিন্তেই তাই আমরা করি গ্রহণ।
হে অসীম প্রেমময় তুমি অন্তর্যামী,
আমাকে শুধু আপন করে নিও তুমি।
শেষদিনে পরপারে মোরে ডেকে নিও,
সেবার অধিকার দিয়ে দাসী করিও।
দয়া করো দীনহীনে অনুগ্রহ করে,
মনের কালিমা নাও ধুয়ে মুছে দূরে।
রাধাগোবিন্দ প্রেমে যেন সদা থাকি,
তোমার চরণ সেবায় না দেই ফাঁকি।
তাং-১৭/০১/২৫ ইং