হে নূতন
----------------------------------
-------শিব পদ রায়
হে নূতন জেগে ওঠো ঐ কেতন ওড়ে,
ওহে মহাবীর তারুণ্যের ছোঁয়া পড়ে।
তব দূরন্তের আহবান জাগিছে প্রাণ,
আপামর জাগ্রত নন্দিত শিহরণ।
তব অমিয় সম্ভাবনা আগামীদিন,
মানবকে করবে উজ্জীবিত স্বাধীন।
প্রকৃতি বর্নিল সাজে হবে সুসজ্জিত,
পাবে ভয়ভীতিহীন এক মনোজগত।
হবে নব স্বপ্নে পৃথিবী বাস্তবায়ন,
যেখানে থাকবে না বিরহীর বেদন।
যেথায় রবে নাকো জীবন্ত হাহাকার,
দমন পীড়ন আর শোষণ শোষিতের।
উদার পৃথিবীর একরাশ শুভেচ্ছা,
মানব আর মানবতার বড় সদিচ্ছা।
রক্ষিত হোক ধরণীর মানবিকতা,
সভ্যতার ছোঁয়ায় জেগে উঠুক আত্মা।
তাং-০৫/০১/২৪ ইং