হে বিদ্রোহী কবি নজরুল
--------------------------------------
--------শিব পদ রায়
হে বিদ্রোহী কবি নজরুল
তোমায় শ্রদ্ধাঞ্জলি,
অন্যায়ের বিরুদ্ধে রুখেছিলে
জ্বালিয়েছ দিপালী।

তুমি  ছিলে শোষিতের বিরুদ্ধে
আপোষহীন লক্ষ্য,
মানব মুক্তির পথ দেখালে
সারা দুনিয়া স্বাক্ষ্য।

তব গানে হলো জনপ্রিয়তা
মন করে আকুল,
জীবন পথের সন্ধান দিলে
করলে মশগুল।

রচনা সম্ভার গুণে গুণান্বিত
মানব মন জয়,
জীবনে মানুষ মনে রাখবে
চিরন্তন প্রথায়।

   তাং- ২৯/০৮/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।