হট্টগোল
--------------------------------
-------শিব পদ রায়
হট্টগোল বাঁধানো লোকের সংখ্যা বেশি,
অল্পতে তুষ্ট নয় অন্যকে করে দোষী।
কোলের ভাগ বড় অন্যের বেলা তুচ্ছ,
পরের ভালো চায় না কভূ নয় স্বচ্ছ।
সব কাজে জিতবেতো ঠকতে চায় না,
অহমিকায় পরিপূর্ণ হট্ট ভাবনা।
ভালো লোকের পিছে লাগা সদা অভ্যাস,
কুচিন্তায় প্রতিবেশীকে করে হতাশ।
অন্যের ক্ষতির কারণ খুঁজে বেড়ায়,
কারো ভালো হয় সেটা সহ্য নাহি হয়।
স্বজনপ্রীতি অহরহ বিরাজমান,
কুটিল বুদ্ধি কাজ করে সারাজীবন।
এদের থেকে দূরে থাকাটা বাঞ্ছনীয়,
বাকবিতন্ডায় না জড়ানো করণীয়।
হট্টগোল আনে না কখনো সমাধান,
জীবনটা দূর্বিসহ চির অকল্যান।
তাং- ২৬/১১/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।