হাসিখুশি
---------------;-----------
-------শিব পদ রায়
জীবনে হাসিখুশিতে থাকা ভালো,
অনুভব নব দিগন্তের আলো।
প্রাণ খুলে যতটুকু হাসা যায়,
এতে আয়ূষ্কাল বৃদ্ধি প্রাপ্ত হয়।

দুখের জীবন দুর্বিসহ হয়,
অশান্তিতে মানুষ কাল কাটায়।
সুখের নিমিত্তে মানব ঘর বাঁধে,
আনন্দে ভজ হরি বল জয় রাধে।

জীবনে হাসে যারা সন্তোষে তারা,
আশির্বাদই বর্ষিত হয় ত্বরা।
নিত্যানন্দে স্বাচ্ছন্দ্যময় যাপনে,
প্রফুল্লতায় নিশ্চিন্তা আনে মনে।

হাসির খোরাকে হার্ট ভালো থাকে,
সদালাপে দেহ মন সুস্থ রাখে।
পরস্পরে হয় ভাব বিনিময়,
হাসি খুশিতেই মন ভরে যায়।
    তাং- ২৭/০১/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।