হাসিকান্না
-------------------------------
-------শিব পদ রায়
জীবন হাসি কান্নার এক রঙ্গমঞ্চ,
কখনো উল্লাসিত কখনো বা রোমাঞ্চ।
সুদিন আসে বটে তা বেশীক্ষণ নয়,
দুখ সাগরে গড়াগড়ি নিয়তি হায়।
দিন আনে দিন খায় কোন চিন্তা নয়,
সুখের পিছে ছোটে যারা বিপদে রয়।
দিনের পরে রাত তারপরেই দিন,
চিরাচরিত জাগতিক বিধি বিধান।
সাম্প্রতিক বহু ঘটনা শুধু যন্ত্রণা,
আসবে সুখপাখি চাই শুভকামনা।
সময় খারাপ যায় কোন সন্ধিক্ষণে,
সমাধান অপেক্ষায় কাল বিবর্তনে।
কেবা হাসে কেবা কাঁদে সবই কপাল,
ঈশ্বরের লীলা মূহুর্তে টালমাটাল।
অনাঙ্ক্ষিত অথচ ঘটে যায় ললাটে,
ভালমন্দ হাসি কান্না অহরহ ঘটে।
তাং- ২৮/০৭/২৪ ইং