হাড়কাঁপানো ঠাণ্ডা
----------------------------------
-------শিব পদ রায়
শীতের প্রাবল্যতা বহুগুনে অধিক,
যা মোদের শরীরের জন্য বেরসিক।
কনকনে ঠাণ্ডা কানে কানে শিষ দেয়,
দেহ সারাক্ষণ থরকম্পন অনুভূত হয়।

ভিটামিন ডি তৈরিতে রৌদ্র দরকার,
সূর্য তাপ নিতে যায় ঘরের বাহির।
হাড়কাঁপানো ঠাণ্ডায় উপশম হয়,
ভালোভাবে বেঁচে থাকার অন্য উপায়।

মানুষ শীতে কাতর কাঁপে ঠক ঠক,
পোশাক পরে তারা কাশে খক খক।
আগুন জ্বালিয়ে শৈত্য নিবারন করে,
খুব আরাম লাগে সদা ইত্যবসরে।

ঠান্ডা জলে স্নান করা খুব কষ্ট  হয়,
দ্রুতই সর্দি নামে করুণ পরিনয়।
নাতিশীতোষ্ণ অতি ভালো সবার জন্য,
শীতকালে শিক্ষা ভ্রমণ সত্যি অনন্য।

   তাং-১১/০১/২৫ ইং