হারিয়ে গেল চশমা
----------------------------
--------শিব পদ রায়
সাধের চশমা হারিয়ে গেল,
কোথাওতো দেখা নাহি মিলিল।
সেই সকাল অবধি দেখছি,
রাস্তার দুধারে দৌড়েই আছি।
প্রত্যহ প্রত্যুষে হাঁটতে যাই,
চোখের জিনিস চোখে লাগাই।
মানকি টুপি পরিধান করি,
চশমা জোড়া পকেটে ধরি।
ফুল বেল পাতা তুলতে গিয়ে,
কখনযে সেটা পড়ে লাফিয়ে।
কত দেখি চলমান রাস্তায়,
সন্ধান মেলে না বাস্তবতায়।
মনটা বড় খারাপ সেজন্যে,
বিঘ্নিত দাপ্তরিক কর্ম ক্ষণে।
আর কিহে হবে তব দর্শন,
সেই অপেক্ষায় অপেক্ষমান।
চোখের ভালোয় বিকল্প নাই,
পাওয়ারের চশমাটা চাই।
কেউ যদি পাও দিয়েই দিও,
কৃতজ্ঞতায় থাকবো জানিও।
তাং- ২৬/০১/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।