হরিনাম
--------------------
---------শিব পদ রায়
আহা কি মধুর ধ্বনি এই হরিনাম,
যা শ্রবণে জেগে ওঠে ভাগবত প্রেম।
চিত্ত শুদ্ধি হয় এ অমৃত সুধা পানে,
শুধু শয়নে স্বপনে নিশি জাগরনে।
মন যদি থাকে একনিষ্ঠ বৃন্দাবনে,
রাধাকৃষ্ণ নিত্যলীলা অমৃত সন্ধানে।
আবালবৃদ্ধ বনিতা সকলেই ঐক্যতানে,
নিভৃতে থাকে সবে নামের যোগাধ্যানে।
মনের মত  সবাই মহামন্ত্র জপে,
স্রষ্টার গুণগানে মুখর ক্রম ধাপে।
মহানামে ডুব দিলে মন ভরে যায়,
সাধন ভজনে কৃষ্ণপ্রীতি প্রাপ্তি হয়।
কৃষ্ণনাম হরিনাম বড়ই মধুর,
একমনে করলে ধ্যান হবেই পার।
কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হলে আলিঙ্গন,
সদগুরু দর্শনে হয় বাঞ্চা পূরণ।
সাধুসঙ্গ কররে ভাসো নয়ন জলে,
হোক তাঁরই কৃপা ঠাঁই হোক গোকুলে।
         চুকনগর, ডুমুরিয়া, খুলনা।