হ্যাপি নিউ ইয়ার
-----------------------------------
-------শিব পদ রায়
সবাইকে হ্যাপি নিউ ইয়ার
বিশ্বব্যাপী পালন,
আনন্দের উৎসবে মাতোয়ারা
দিগন্ত উন্মোচন।
পুরানো আবর্জনা দূর করে
নব শপথ নিয়ে,
সম্মুখপানে হয় অগ্রসর
সর্বকাজে এগিয়ে।
খৃষ্টান ধর্মালম্বীরা স্বানন্দে
শুভেচ্ছা বিনিময়ে,
বিশ্ববাসীকে করে আলিঙ্গন
মহিমান্বিত হয়ে।
অফিসিয়াল সব কর্মকাণ্ড
নিউ উদ্যমে শুরু,
ইংরেজি ক্যালেন্ডার মূলমন্ত্র
সর্বকাজের গুরু।
তাং-০১/০১/২৫ইং