গুণীজন
-----------------------------
---------শিব পদ রায়
রবিন মল্লিক একজন গুণীজন,
তার অভাব বুঝার সময়  এখন।
তিনি আর আমাদের মাঝে নাই,
চিরকালের মতো পাড়ি দিলেন তাই।

ছিলেন ডুমুরিয়ার উজ্জ্বল নক্ষত্র,
সাংস্কৃতিক অঙ্গনে অভিভাবক বিচিত্র।
উচ্চাঙ্গ সংগীতে তিনি ছিলেন পারদর্শী,
বহু শিল্পীর জন্ম তার হাতের স্পর্শী।

খুলনা বেতারের জনৈক গুণী শিল্পী,
বিভিন্ন সংগঠনের প্রণেতা সদালাপী।
তার বিদায়ে সৃষ্টি হলো গভীর শূন্যতা,
অবর্তমানে আসবে না আর পূর্ণতা।

পরিবেশবিদ নামে রাষ্ট্রীয় সম্মান,
প্রধানমন্ত্রীর হাতে পুরষ্কার পান।
কৃষি বিদ হিসাবে অনেক অবদান,
সর্বত্র গাছ লাগিয়ে রেখেছ সম্মান।

মরে অমর রইবে তুমি এ ভুবনে,
তব কীর্তি রবে উত্তরাধিকার সনে।
তোমার আত্মার শান্তি হোক এ কামনা,
সর্বক্ষণে বেঁচে থাকবে কর্ম প্রেরণা।
         তাং- ১৭/০৫/২৪ ইং
      চুকনগর, ডুমুরিয়া, খুলনা।