গান
-----------------
-------শিব পদ রায়
গাইবে ঠাট বিলাবল তাল ত্রিতাল,
প্রভাতে ধর তান সুমধুর সকাল।
ধর ভৈরবী রে গা ধা নি কোমল স্বরে,
নিজমনে একতালে অবগাহি সুরে।
ধরিবে ভৈরব রে ধা কোমল ত্রিতালে,রাতে
আদিরাগ বীর রসে গাহ প্রাত:কালে।
রাত দ্বিতীয় প্রহরে মেল কাফী গাহ,
সপ্তস্বরে গা নি কোমল সাধিয়া লহো।
ষাড়ব পূর্ণ বাদীস্বর গান্ধার গাহ,
খাম্বাজে শান্ত রসে কমল বিরাজে কহ।
ত্রিতালে আশাবরী ঔড়ব সম্পূরণ,
দিনে দ্বিতীয় যামে সুর মনোহরণ।
মার্বা ঠাটে ষাড়ব-ষাড়ব ঋা,ক্ষা কহ
রে স্বর জানি বাদী সমবাদী ধা গাহ।
ইমন রাগে গাহ ঠাট কল্যান আরো,
গা বাদী নি সমবাদী শান্ত রসে ধরে।
রাত্রি প্রথম যামে ত্রিতালে ধর তান,
ইমন রাগে খেয়ালে গাও মধুগান।
রাগ তোড়ী মনোহারী গাবে মন ভরে,
দ্বিতীয় দিবস যামে প্রেমে গাহি সুরে।
নতাং- ১০/১২/২৩ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।