গুজব
----------------------------------------
---------শিব পদ রায়
গুজব ছড়ানো মনে ভয় ধরানো
বিপদ হতে পারে ,
যেন দূরে থাকি নাহি দেই ফাঁকি
ভালবাসি সবারে।
চিলে ছোঁ মারলো কান নিয়ে গেল
কানে হাত দাওনা,
বুঝবে সান্ত্বনা বৃথাই ভাবনা
পেয়ে যাবে পাওনা।
ফেসবুকে তথ্য কতটা তা সত্য
কেবলই বিভ্রান্তি,
বিশ্বাস হারায় মানুষ ভাবায়
দুশ্চিন্তায় ভোগান্তি।
সবারে ঠকায় মিথ্যা ভাবনায়
সতর্ক থাকতে হবে,
ধৈর্যে মোকাবিলা সত্যে লীলাখেলা
কান নয় গুজবে।
তাং-১৮/০৩/২৫ ইং