গুছিয়ে রাখা
------------------------------------
---------শিব পদ রায়
যে কোন জিনিস এলোমেলো ভালো  নয়,
সাজিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়।
সাজানো গোছানো সংসার সুখের হয়,
সুলক্ষনে দৈবিক কৃপা পাওয়া যায়।

প্লান অনুযায়ী যেটা যেথায় মানায়,
বাস্তবে ভারী সুন্দর অনুভূত হয়।
যখন তব প্রয়োজন পেতে সুবিধা,
লক্ষ্যস্থলে পৌঁছাতে থাকে না অসুবিধা।

পরিপাটি মানুষটি সবার পছন্দ,
কাজেকর্মে রয় নাতো কোন দ্বিধাদ্বন্দ্ব।
মন যদি থাকে নির্মল কলুষমুক্ত,
ব্যবহারে পরিচয় বহুগুণে সিক্ত।

সাহায্যের হাত বাড়িয়ে দাও সজ্জিতে,
মিলেমিশে করিব কাজ চক্র আবর্তে।
সাজাও গোছাও সবাই মানবতায়,
পরিচ্ছন্ন জীবন যাপন সুখময়।
     তাং- ০৯/০৪/২৪ ইং
    চুকনগর, ডুমুরিয়া, খুলনা।