গ্রহণ যোগ্যতা
----------------------------------
----------শিব পদ রায়
কথাবার্তায় গ্রহণ যোগ্যতা থাকবে,
তবেই সবাই তাকে অবশ্য মানবে।
হিসাব করে তব পথ চলতে হবে,
কথার সাথে সাথে কাজের মিল রবে।
মুখের বুলি কম কর্ম হবে অধিক,
তার সম্মান মর্যাদা হয় অত্যাধিক।
এ হেন ব্যক্তি গৌরব জাতির জন্য,
জীবনে এরা জনগন নন্দিত বরেণ্য।
সকলের সাথে চলা চাই মিলেমিশে,
ব্যবহার হবে মার্জিত ভদ্র পরিশেষে।
আদব কায়দা সবকিছু পরিচ্ছন্ন,
জীবনটা বদলে দেয় নিরবচ্ছিন্ন।
এসোগো পথে হাটি মোরা সত্যের সাথে,
বিশ্বাস যোগ্যতা অর্জন করি ঐক্যমতে।
ছলচাতুরী বর্জন করে হবো ধন্য,
জগতে প্রতিষ্ঠিত হোক শুভ্র চৈতন্য।
তাং-২৩/০১/২৫ ইং