ঘূর্ণিঝড় রেমাল
---------------------------------
-------শিব পদ রায়
ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে
                    সবই যে লণ্ডভণ্ড,
আবহাওয়া উত্তাল প্রবল
                      ভয়াবহ প্রচন্ড।

বহুদিনের তীব্র তাপদহ
                      প্রাপ্তি বৈরী হাওয়া,
মেঘের ঘন লুকোচুরি খেলা
                      ভারী বর্ষা পাওয়া।

অবিরাম ধারায় প্রবাহিত
                       বরষার স্বরূপ,
রাতভর দিনভর বর্ষনে
                        জলাধার বিদ্রূপ।

যেদিক তাকাই শুধুই জল
                       বৃক্ষরাজী দোদুল্য,
তলিয়ে যাচ্ছে তাই পথঘাট
                         স্রোতেরই  প্রাবল্য।

ব্যাঙের ঘ্যাঙনী মাছ উতলা
                        বিদ্যুৎ নাইতো গাঁয়ে,
চৌদিকে একি উত্তাল প্রকৃতি
                          অশনি বার্তা ধেয়ে।

            তাং- ২৭/০৫/২৪ ইং
        চুকনগর, ডুমুরিয়া, খুলনা।