ঘুম
-----------------------------
--------শিব পদ রায়
ঘুম হলো প্রশান্তির রাজ্য,
সেই জগতে যাও,
দেখবে কত আনন্দ আছে
সাত রাজার নাও।
নাক ডেকে ঘুমাবে যখন
পাশের যারা থাকে,
তাদের যে কি অস্বস্তি লাগে
স্বভাব তাড়ে তাকে।
নিদ্রা যদি খুব ভালো হয়,
দিন কাটে তা বেশ,
তার মত সুখ কোথা আছে
উত্তম পরিবেশ।
প্রথম শেষ রাত্রির স্বপ্ন
শুধু বিফল হয়,
গভীর রাতের স্বপ্ন দেখে
অব্যক্তে শুভ তায়।
স্বপ্নে মন্দির ফকির সর্প
নৌকা ধন দৃশ্যতে,
অগ্নি রক্তপাত মৃত ব্যক্তি
রোগ দুর্গতি তাতে।
সময় মত ঘুমাতে যাই
মনটি সুস্থ রাখি,
ঘুমের রাজ্যে অবগাহনে
সবাই সুস্থ থাকি।
তাং- ০২/০৩/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া,খুলনা।