গাজী এজাজ আহমেদ
------------------------------------
--------শিব পদ রায়
ডুমুরিয়ার বুকে এক অনবদ্য নাম,
গাজী এজাজ আহমেদ যার সুনাম।
নির্বাচিত উপজেলার চেয়ারম্যান।
যিনি সুখে দু:খে করেন মানব কল্যান।
সহজ সরল সবার সাথে মিশেন,
বাচনভঙ্গি মনোহর হৃদয়ে স্থান।
আপদ বিপদেই কাছে পাওয়া যায়,
সমস্যা সমাধানেই অনুগ্রহ হয়।
ডুমুরিয়ার একপ্রান্ত থেকে অন্য প্রান্তে,
সহসা বিচরণ দিবানিশি নিশ্চিতে।
সবার খবরাখবর নিতে প্রস্তুত,
রোগীদের সেবা দিতে আছে সহমত।
বিভিন্ন উন্নয়নে যাহার অবদান,
ডুমুরিয়ার গর্ব তব অনুকরণ।
ফের এসেছো ফিরে জনভালবাসায়,
মাল্যে বরণ করি রয়েছো চেতনায়।
তাং- ১০/০৬/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।