গরমের খবর
-----------------------------
-------শিব পদ রায়
গরম গরম কি গরম
                শুনতে সবে চাই,
এই শোন কত গরমের
                 খবর বলে যাই।

গাছপালা নেইতো পর্যাপ্ত
                 তাই তো উষ্ণ এত,
উদ্ভিদ লাগিয়ে যত্ন নাও
                  ভারসাম্য রক্ষিত।

গাছ নিধন আজই বন্ধ
                   যদি বাঁচতে চাও,
কোটি কোটি বৃক্ষের রোপণ
                     অব্যাহতিই পাও।

জনসচেতনতা সৃষ্টি কামনা
                     গাছ লাগানো পণ,
সবাই মিলে করি সেকাজ
                      হোক শান্তি বিধান।

      তাং- ২৭/০৪/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।