গরম
---------------------------
-------শিব পদ রায়
অসহ্য গরম গরমের মহামারী,
এটাকে সহ্য করতে শুধু ধৈর্য্য ধরি।
ঈশ্বরে প্রার্থনা সহ্যের ক্ষমতা দাও,
পরিবেশের পরিবর্তন এনে দিও।

বাইরে যাওয়াটা নিরাপদ নয়তো,
ঘর্মে লবণ জলের ঘাটতি দৃশ্যত।
স্যালাইন খেতে হবে প্রয়োজন মত।
তবে কিছুটা হলেও বাঁচবে স্পষ্টত।

হিটস্ট্রোক হচ্ছে সর্বদা সাবধান,
চলবেই বুঝেশুনে তবে সমাধান।
হিসাবের বাইরে না যেতে আছে মানা,
বিপদ ঘটলে ডাক্তারী ব্যবস্থাপনা।

সময়ের মূল্যায়ন করতে যে হবে,
সবচেয়ে বুদ্ধিমান তাকেই বলবে।
বাহির হতে এসে বিশ্রাম নিতে হবে,
প্রতিকূল মোকাবেলায় সযত্নে রবে।
      
     তাং- ২২/০৪/২৪ ইং
    চুকনগর, ডুমুরিয়া, খুলনা।