জ্ঞানী ব্যক্তি
--------------------------------------
--------শিব পদ রায়
জ্ঞানী ব্যক্তিগন অতি সূক্ষ্ম চিন্তা করে
পূঙ্খানুপুঙ্খ দেখা,
চুলচেরা বিশ্লেষণ সঠিক সিদ্ধান্ত
পর্যবেক্ষণে আঁকা।
নিজস্ব মতামত অভিজ্ঞতা সম্পন্ন
নির্ভূলতার মাপ,
জীবন চলার পথের পাথেয় বটে
শঙ্কামুক্ত প্রতাপ।
জ্ঞানী আগে ভাবেন পরে কথা বলেন
এমনিভাবে চলা,
সাধারণে কেবল কথা ভাবনা পরে
তারতম্যের খেলা।
আমরা জ্ঞানের আলোর অনুসন্ধানে
একটুখানি ভাবি,
জেনেশুনে কথা বলি চিন্তা চেতনায়
সম্ভব হবে সবি।
তাং- ১২/০৬/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া,খুলনা।