গাইব গান
--------------------------------
----------শিব পদ রায়
কি গান গাইব বুঝে না পাই,
পছন্দের গান ইচ্ছা জানাই।
যখন যা জেগে ওঠে হৃদয়ে ,
মনের অজান্তে গুনগুনিয়ে।

গাইতে না পারা মন বোঝে না,
অনুরোধের থেকেও বাসনা।
মনের মাধুরী মিশিয়ে গান,
সেটি তাৎপর্য মাধুর্য অম্লান।

অনুরোধও বাসনা বটেই,
শ্রোতাদের ভালোবাসা পাই।
যাদের সানুগ্রহ কৃপাদৃষ্টি,
নতুন চেতনা আবেগ সৃষ্টি।

গান জীবন গানই মান,
গানে বাড়ে আয়ূ উন্মুক্ত মন।
আরো সৌহার্দ্যের বাতাবরণ,
গড়ে সংযোগ সম্প্রীতি সাধন।
       তাং- ২৮/০৩/২৪ ইং
     শিরোমণি, খুলনা।