গাছের যত্ন
------------------------------
---------শিব পদ রায়
গাছ সবার জীবনে অমূল্য সম্পদ,
বৃক্ষরোপণ মানুষের জন্য নিরাপদ।
প্রতি প্রত্যেকে বাড়িতে উদ্ভিদ লাগাব,
সময় মত জল দিয়ে পরিচর্যা করব।

আগাছা নিড়ানি দিয়ে পরিষ্কার করি,
মনের মাধুরী মিশিয়ে যত্ন করে গড়ি।
সার বীজ যখন যেটা প্রয়োজন দেব,
তাজা তাজা ফসল  লাগিয়ে খাব।

উদ্ভিদ থেকে পাই মূল্যবান খাবার,
খাদ্য, বস্ত্র,বাসস্থান, শিক্ষা,চিকিৎসার।
আরো পাচ্ছি নৈমিত্তিক ব্যবহার্য কাঠ,
হচ্ছে চেয়ার,টেবিল, আলমারি,খাট।

কত অলংকারের ব্যবহৃত জিনিস,
এমন নিত্য কাজে হচ্ছে তাতে অভ্যাস।
আরো তৈরি লেখাপড়ার পুস্তক সামগ্রী,
দামী পোশাক পরিচ্ছদ বিলাস ডিগ্রী।

গাছ মানুষের  বন্ধু দেয় অক্সিজেন,
এটি শ্বাস প্রশ্বাসে অমূল্য উপাদান।
বন উজাড় না করি বাঁচিব ধরায়,
সবে তাই বৃক্ষের যত্নে হই সদয়।
     তাং- ২৮/১২/২৩ ইং
    চুকনগর, ডুমুরিয়া, খুলনা।