ফুলেল ভালবাসা
----------------------------------
----------শিব পদ রায়
ফুলের মহাসমারোহ দেখে
মনটি ভরে যায়,
পূজা দিতে ঠাকুর দেবতার
পুষ্প অঞ্জলি দেয়।
ফুলেল শুভেচ্ছায় সিক্ত সবে
মান মর্যাদা বৃদ্ধি,
আবাল বৃদ্ধ বণিতা সকলে
ফুলে ফুলে সমৃদ্ধি।
যে দেবতা যে ফুলে সুশোভিত
তাকে তা দিতে হয়,
তাতে সন্তুষ্ট সেই দেবতারা
আশির্বাদ নিশ্চয়।
পুষ্পার্ঘ্য অর্পণ করে বিগ্রহে
হিন্দুরা পূজা করে,
করজোরে আরাধনা স্তুতিতে
কৃপা চাই ঈশ্বরে।
তাং-১০/০১/২৪ ইং