ফেব্রুয়ারির গান
------------------------------
---------শিব পদ রায়
আমার ভাইয়ের রক্তে স্নাত
মাতৃভাষার দিবস,
আমি কি কখনো ভুলতে পারি
সন্তানহারা হুতাশ।
বাংলা ভাষাই টিকিয়ে রাখতে
আমরণ করে যুদ্ধ,
উর্দু প্রতিবাদে সোচ্চার কন্ঠ
পাক সেনার বিরুদ্ধ।
ভাষা যুদ্ধ চলেছে বাংলাদেশে
বিশ্বের কোথাও নেই,
বীর বাঙালী চেষ্টা প্রাণপনে
ফেরে আপন ভাষাতেই।
আজও রক্তিম ফেব্রুয়ারিতে
ভাই রাঙা গান গাই,
পাকিস্তানি দোসরে পরাজিতে
আজও মনে পড়ে তাই।
তাং- ০৭/০২/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।