ফেব্রুয়ারি স্মরণে
------------------------------
-------শিব পদ রায়
ফেব্রুয়ারি ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি।
তোমাকে উঠলে মনে,
ভাই হারানো যাতনে।

শহীদের স্বার্থ ত্যাগে,
মাতৃভাষা পাই আগে।
উর্দু গেলো বিসর্জিত,
মান বাঁচলো পশ্চাতে।

বাঙালি আজ স্বাধীন,
গাই গান প্রতিদিন।  
ভাষা স্মৃতি স্মরণীয়,
তারা চির বরণীয়।

নিত্য কেবলই জাগে,
তোমারই অনুরাগে।
বাংলা ভাষায় প্রেরণা,
যুগ যুগ ভুলবো না।

তব কথা মনে পড়ে,
মালা গাঁথারই সুরে।
মরি মরি বাংলা ভাষা,
মিটায় মনের আশা।
তাং- ২৯/০২/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।