এসো পড়ি
-----------------------------------
-------শিব পদ রায়
এসো আমরা সকলেই পড়ি,
প্রতিদিন পড়া প্রত্যহ করি।
পড়ার অভ্যাসটা গড়ে তুলি,
কিছুতেই বই ছেড়ে না চলি।
পড়ার নির্দিষ্ট নিয়ম রবে,
নির্ধারিত সময়ে পড়ি সবে।
পাঠ মধ্যে না করি অবহেলা,
পাঠান্তে আমরা করব খেলা।
বই সদা অনুশীলন করো,
মানুষ হবে সত্য পথ ধরো।
গুরুজনদের মেনে চলবে,
আদেশ অনুসরণ করবে।
মাবাইল থেকে দূরে থাকবে,
শিশুর স্মৃতির ক্ষতি করবে।
গড়বে দেশ তৈরি হবে মন,
জ্ঞানার্জনে করি দেশে কল্যাণ।
তাং- ২৮/০৬/২৪ ইং
শিরোমণি, খুলনা।