এলো বসন্ত
------------------------------------
---------শিব পদ রায়
আজি এলো বসন্ত ফুলবনে
গুঞ্জরিয়া মৌমাছি,
ফুলে মধু আহরণের জন্যে
উড়ছে কাছাকাছি।

মৌ মৌ গন্ধে মুখরিত চৌদিকে
কোকিল কুহু ডাকে,
হৃদয়ে আনন্দেতে দোলা দেয়
আল্পনা মনে আঁকে।

চিরবসন্ত বিরাজিত হোক
সবারই অন্তরে,
প্রকৃতি যেন আজি উজ্জীবিত
সবার দ্বারে দ্বারে।

দক্ষিনা বাতাস সুপ্রবাহিত
মলয় সমিরণ,
মনের বীণায় বেজে উঠুক
জাগ্রত শিহরণ।

   তাং-১৫/০৩/২৫ ইং