একুশের গান
------------------------------
-------শিব পদ রায়
মায়ের ভাষা অতি মনোহর
আমারি বাংলা ভাষা,
চিত্তে আঁকে কেবলই আল্পনা,
মিটে মনের আশা।

জারি সারি ভাটিয়ালী গানেতে
মাঝি নৌকা চালায়,
একতারা সুরে নাচে বাউল
মনোকষ্ট ঘুচায়।

মাতৃভাষা তাই আন্তর্জাতিক
বিশ্ববাসী তা মানে,
একশ আটাশি দেশে পালিত
শহীদের স্মরণে।

প্রভাতফেরী একুশের গানে
মুখরিত সকলে,
আমার ভায়ের রক্তে রাঙানো
গাইবো সবে মিলে।

        তাং- ১৭/০৭/২৪ ইং