একটি ঝড়
--------------------------------
-------শিব পদ রায়
একটি ঝড় জীবন বদলাতে পারে,
সহসা প্রতি মূহুর্তে পাই দেখিবারে।
ভেঙে তছনছ হয় সাজানো সংসার,
চাপ যখন জোড়ালো মনের উপর।
অনেক সাজানো গোছানো লক্ষ্যে পৌঁছায়,
একটি তান্ডব যথেষ্ট মোকাবিলায়,
মানুষের স্বপ্নটা স্বপ্নই রয়ে যায়,
হয় না পূরণ রূপ নেয় বিভীষিকায়।
মনের মতন করে নর ভবিষ্যৎ গড়ে,
সন্তানদের উপযুক্ত ভাবে মানুষ করে।
কিন্তু একটা দু:স্বপ্নের ছায়া করে বিভ্রান্ত,
উল্টো পাল্টা কর্মবিমুখ হারায় পথ প্রান্ত।
অতি লোভে তাতি নষ্ট বাজে দেখি বেশি,
ক্ষণিকের হিসাব কেড়ে নেয় সর্বগ্রাসী।
স্রষ্টার উপর রাখো ভরসা কর্ম করো,
আঁধারের পর আলো দেখবে আবারো।
তাং- ৩০/১০/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া,খুলনা।