একটি গান
-------------------------
--------শিব পদ রায়
একটি গানই মানবের প্রাণ,
বদলিয়ে দিতে পারে এ জীবন।
পূর্ণতা এনে দেয় সদা দর্শনে,
নিত্যনতুন গীতি পরিবেশনে।
সুর ছন্দ লয় তাল দোলা দেয়,
মানুষের মনের মণিকোঠায়।
বিপথগামীকে পারে আনতেই,
হৃদয় নিংড়ানো ভালবাসাতেই।
যতই ভুলে থাকার চেষ্টা করি,
সুরেলা কন্ঠ ধ্বনি মাতে ময়ূরী।
অম্লান বাঁশরী লবে মন কাড়ি,
বাদক বাদ্যযন্ত্রে অন্তর জুড়ি।
মোরা হারিয়ে যাই সুর ঝংকারে,
ধরে রাখা যায়না হৃদয় টারে।
মাতঙ্গে হয় সবই মাতোয়ারা,
সুরের ভুবনে হই আত্মহারা।
গানের কথা সৃষ্টি করে দ্যোতনা,
সবে ফিরে পাই অমিয় প্রেরণা।
প্রশান্তিময় যাপনের সাধনা,
চলার পথের সহস্র সান্ত্বনা।
গানের মাঝে মানুষ বেঁচে থাকে,
ধন যশ সুখ্যাতি দেয় আত্মাকে।
মরে অমর রবে তুমি ভুবনে,
চিরদিনের স্মৃতি আঁকবে মনে।
তাং- ২৩/০১/২৪ ইং
চুকনগর ডুমুরিয়া, খুলনা।