একুশ তারিখ
---------------------------------
---------শিব পদ রায়
ফেব্রুয়ারির একুশ তারিখ
আমার মামণির জন্মদিন,
সারা বছর এদিনের জন্য
অপেক্ষায় থাকি প্রত্যহদিন।
একুশ তারিখের প্রতি আমি
সর্বদা থাকি কেবলি দুর্বল,
মন মানে নাতো আদৌ আমার
আমার ভা'য়ের গান সম্বল।
এ গান শুনে মনে দেয় দোলা
চিত্ত রয় না ঘরে আবার,
ছুটে চলি ঐ শহিদ মিনারে
পুষ্পমাল্য পরাই বারেবার।
এই দিবসে মামণি আমার
অনুষ্ঠানে কত পারফর্মেন্সে,
নিজেকে করেছে উপস্থাপিত
পুরষ্কার এনেছে অনায়াসে।
তাই ফেব্রুয়ারির মাস নিয়ে
কৌতুহলের কভূ শেষ নেই ,
ভাষা সৈনিকদের প্রতি মোরা
ভক্তি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে যাই।
তাং- ২১/০২/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।