একনিষ্ট প্রতিযোগিতা
-----------------------------------
-------শিব পদ রায়
প্রতিযোগিতা না হলে বড় হয় নারে,
তাইতো সকলেই পাল্লা দেয় সজোরে।
যার মধ্যে চেষ্টা নাই হবে না সফল,
লক্ষ্যে পৌঁছে যাবে লাগো খেয়ে আদাজল।
যতই আসুক ঝড় ভয় করবে না,
আড়ালে তার সূর্য হাসে রেখ ভাবনা।
লড়াই করে জিততে হয় জানিও তা,
অকুতোভয় বীরত্বে আনে সফলতা।
প্রস্তুতি নিতে হবে ধৈর্য্য ধারণ করে,
বারবার অনুশীলন ভিত্তিই গড়ে।
একনিষ্ট মনে পারফর্মেন্স করবে,
শক্ত হাতে মোকাবিলা বিজয় সম্ভবে।
আর নয় বসে থাকা হও আগুসার,
নিশ্চয় পাবে লাগাম দেখ শতবার।
অধ্যবসায়ের ফলে মুকুট লভিবে,
জয় ছিনিয়ে আনতে আশির্বাদ পাবে।
তাং- ০৪/০৮/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।