ঈদ এসেছে
---------------------------------
---------শিব পদ রায়
ঈদ এসেছে সবারই ঘরে
আনন্দ যে ধরে না,
সবাই আজ মেতেছে উৎসবে
করবে আলিঙ্গনা।

বর্ষ ঘুরে ঈদ-উল -আযহা
সৌহার্দ্য ও সম্প্রীতি,
ভেদাভেদ ভুলে একে অপরে
সৃষ্টি হয় প্রশান্তি।

মুসলিম তার প্রিয় পশুকে
দেয় যে কোরবানি,
মনের পশুত্ব জলাঞ্জলিতে
স্বস্তি দেয় যে আনি।

ইব্রাহীম তার প্রিয় পুত্রকে
উদ্যত কোরবানি,
আল্লাহ দ্বারা দুম্বা কোরবানি
মূহুর্তে দৈববানী।

   তাং- ১৮/০৬/২৪ ইং
  চুকনগর, ডুমুরিয়া, খুলনা।