ঈদ আনন্দ
------------------------------
--------শিব পদ রায়
রমজানের রোজার শেষে
এলো খুশির ঈদ আনন্দ,
সবাই আজি সে আবেশে
কোলাকুলিতে থাকে না দ্বন্দ্ব।
ঈদের মাঠে ভাবগাম্ভীর্যে
আল্লাহর গুণ গান করে,
সৌহার্দ্য ও সম্প্রীতির মাঝে
নামাজ আদায় পরষ্পরে।
শহর ছেড়েই গ্রামে আসে
আত্মীয় পরিজন একত্রে,
সুখ দু:খ ভাগাভাগি শেষে
ফিরবে আপন কর্মক্ষেত্রে।
একমাস সিয়াম সাধনা
খোদার সান্নিধ্য পেতে চায়,
এক মনে করলে ভজনা
মনের আশা পূরণ হয়।
তাং- ১১/০৪/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।