এদেশ নিয়ে গর্ব করি
-----------------------------
-------শিব পদ রায়
এদেশকে নিয়ে আমরা গরব করি,
এখানকার আবহাওয়া চমৎকার।
জলবায়ু ভীষণ ভীষণ মনোহর,
জল স্থল নদী নালা অতি সৌন্দর্যের।
বৃক্ষ রাজি সারি সারি রয়েছে দাঁড়িয়ে,
সবুজ বন বনানী ঘেরা মাথা উঁচিয়ে।
সোনালী ফসল ফলে দেখি চতুর্দিকে,
স্রোতস্বিনী নদীটি চলেছে এঁকে বেঁকে।
হৃদয়ের সংগে মিতালী এদেশ আমার,
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান সবাই সবার।
বসন্তে কোকিল কুহুতানে মুখরিত,
আম্রকাননে মৌ মৌ গন্ধে অবারিত।
পাখিদের কলকাকলিতে ঘুম ভাঙ্গে,
গানের সুরভী তালে নৃত্য করে রঙ্গে।
তাই আমাদের দেশটাকে ভালবাসি,
এত সুন্দর আবেশে প্রাণ ভরে মিশি।
তাং- ০৪/১২/২৩ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।