দু:সময়ে ঈশ্বর
-------------------------------------------
---------শিব পদ রায়
সুসময়ে অনেক বন্ধুর দেখা মিলে,
দু:সময়ে কেউ থাকবে না তব দলে।
একমাত্র শ্রীহরি দর্শন হতে পারে,
যদি তুমি কায়মনোবাক্যে ডাকো তারে।
যখনই চারিদিকে অশনি সংকেত,
বিপদের পরে বিপদ যেন প্রকট।
স্বয়ং ভগবান এসে দাঁড়ায় সম্মুখে,
অসময়ের সাথের সাথী দেখে তাকে।
টাকা থাকলে সুজন জোটে দলে দলে,
বিপরীতে কেটে পড়বে স্বার্থ ফুরালে।
সবাই ছেড়ে গেলেও একজন রবে,
মনে রেখো প্রাণগোবিন্দ পাশে থাকবে।
ছলচাতুরী চাটুকারিতা পরিহার,
দেহের ভার ছেড়ে দাও তাঁর উপর।
হে ঠাকুর দু:সময়ে তোমাকে যে ডাকি,
সুসময়ে যেন তোমায় ভুলে না থাকি।
তাং-০১/০৪/২৫ ইং