দূর্লভ মানব জনম
--------------------------------
---------শিব পদ রায়
চুরাশি লক্ষ যোনি ভ্রমিয়া
পেতে হয় মানব জনম,
শাস্ত্রের কথামৃত জানিয়া
পথ চলা হোউক মোক্ষম।
মন নিবিষ্ট কৃষ্ণচরণে
না করি আর কালক্ষেপণ,
জপ তপ করি সারাক্ষণে
পাই যেন তব কৃপাদর্শন।
কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম
যা শ্রবণে পাপ বিমোচন,
যেতে পারি বৃন্দাবন ধাম
হৃদয়ে ধরি নামকীর্তন।
নামে পার হবো ভবতরী
নামামৃত আস্বাদন করি,
পালায় যে যম ভয়ঙ্করী
মুক্তির মূলমন্ত্র মনে ধরি।
পাবো কিনা মনুষ্যজীবন
দুর্লভ এ মানব জনম,
কৃষ্ণ সাধনায় সাধুসঙ্গ
ব্রজধূলা মাখি অবিরাম।
তাং- ৩১/০৩/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।