দুর্গোৎসবের আমেজ
---------------------
------শিব পদ রায়
শরতের প্রাক্কালে শারদীয় উৎসব,
বাঙালির হৃদয়ে জেগেছে মহোৎসব।
আবাল বৃদ্ধ বণিতা সবে ঐক্যতানে,
মাতৃবন্দনায় গায় গান মাতৃ ধ্যানে।
মায়ের কৃপা লাভের জন্যে পথ চেয়ে,
মা আসবেন কৈলাস থেকে রাঙা পায়ে।
ভক্তের দু:খ দুর্দশা লাঘবে তৎপর,
নিজের হাতে অসুর নিধন দুর্বার।
দোলায় চেপে মায়ের হবে আগমন,
দশ হাতে দশটি অসি শান্তি স্থাপন।
ধরণীতে ভক্তবৃন্দ করে আরাধনা,
তাঁর দর্শন পেতে সবে করে কামনা।
তোমার মত দরদী ত্রিভুবনে নাই,
তব ভক্তি স্তুতি দয়া কিছু যেন পাই।
উৎসব শেষে ফিরে যাবেন কৈলাসে,
সুখে রেখো ভক্তগনে তোমার পরশে।
তাং-২২/০৯/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।