দূর্ঘটনা
--------------------------------------
--------শিব পদ রায়
হঠাৎ দূর্ঘটনা সারা জীবনের কান্না,
মূহুর্তে ঘটে যাওয়া ভীষণ যন্ত্রণা।
সাবধানে দেখে শুনে পথঘাট চলো,
মারাত্মক সম্ভাবনা এড়ানোই ভালো।
বিপদ আসলে পরে মনে সাড়া দেয়,
তাৎক্ষণিক সমাধান খুঁজে নিতে হয়।
একটুখানি ভুলে অনেক ঘনঘটা,
ভুলের মাশুল দিতে হয় জানে স্রষ্টা।
গোঁড়ামীই ভোগের কারণ দেখা যায়,
অহংকারে পতন রাবণ ধ্বংস হয়।
ললাটের লিখন হয় নাতো খন্ডন,
সময় এলেই পরে ঘটে দূর্ঘটন।
মহাপরিকল্পনাও বেহেশতে যায়,
শুধু একটু ত্রুটির কারণে ঘটায়।
জীবনে সফলতা বিফলের কারণ,
উদ্ভূত ঘটনা সব ভাগ্যের লিখন।
তাং- ১৬/০৮/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।