দুর্দান্ত পারফরম্যান্স
------------------------------
--------শিব পদ রায়
দুর্দান্ত পারফরম্যান্সে আছে ভারত,
বিশ্বকাপ নিতে মরিয়া   প্রস্তুত।
ব্যাটিং এ রোহিত কোহলি শ্রেয়াস গিল,
অল রাউন্ডার রবীন্দ্র এল রাহুল।
প্রত্যেকে রান পাচ্ছে নিয়মেই ভরপুর,
বুমরা সিরাজ কুলদ্বীপ বোলিং সুন্দর।
মোহা: সামির সাত উইকেট স্বীকার,
ভারত ফাইনালে ভারি চমৎকার।
ভারত হবে অপরাজিত চ্যাম্পিয়ন,
ব্যাটিং বোলিং ফিল্ডিং দারুণ মোশন।
যে কোন দলকেই কূপোকাতে অভ্যস্ত,
দেশের মাটি সমর্থন করে বিশ্বস্ত।
প্রতিপক্ষে মোকাবেলায় নিজে যথেষ্ট,
নামের প্রতি সুবিচারে লক্ষ অভিষ্ট।
ফাইনালে খুব খেলবে সন্দেহ নাই,
বিজয় মাল্য পরবে সেরাটাই চাই।
আর নয় কোন ছাড় বিশ্বকাপে ভাই,
ঘরের মাঠে বিশ্বরেকর্ড ওঠা তাই।
অষ্ট্রেলিয়ার সাথে চূড়ান্ত খেলা হবে,
বিশ্বকাপ নিয়ে ভারত ঘরে ফিরবে।
          চুকনগর,ডুমুরিয়া, খুলনা।